নৈঃশব্দ

by Abu Siddik

মারণাস্ত্র মুহুর্মুহু
মুহূর্তে ধ্বংসস্তূপ
পাঁচ পুরুষের ভিটে
সারি সারি সুসজ্জিত
কাফন চারিপাশ!

বাতাসে বারুদ আর
পোড়া লাশের উগ্র ঝাঁঝ,
গলিত দেহে সিক্ত ধরার হাহাকার
নিরাপদ শকুনের দল
ওঁৎপেতে দেশে বিদেশে !

পুরুষ যদিওবা ক্যাম্পে কিছু
মা বোন গেছে চুরি,
জেগে আছে কেউ কেউ
মৃত শিশু আগলে কোলে !

কে ইহুদী, কে ফিলিস্তিন ?
মেধা-বোকামির লড়াই বুঝি ?
কে হানাদার, কে দখলদার ?
দেশে দেশে গণহত্যায় কারা সামিল ?
কে না জানে সাদা সাম্রাজ্যবাদ
আর পুঁজিবাদের অন্ধকার ইতিহাস ?

সবার উপরে সত্য মানুষ মহা-ভারতে
নিতান্ত সত্যের আড়ালে বিষ রেখে
ফাঁকা বুলি আর মিথ্যা ভাষণ
নীরবে নৈঃশব্দে চলবে আরও কতদিন ?

You may also like