আবার এসেছে তারা

by Abu Siddik

আরও একটি বছর চলে গেল
আবার শরৎ এসে হাজির,
আবার এসেছে তারা, আনন্দ নিয়ে
উৎসব মুখর শহরে।

সব দল কি এসেছে এবার?
এসেছে কি সেসব সাথীরা ও তাদের
জঙ্গলের কিনারের আত্মীয়রা —
নাকি কেউ কেউ হারিয়ে গেছে—
মৃত্যু, রোগ কিংবা উচ্ছেদের কারণে?

উৎসবের সময়!
তাদের পরতে হবে উৎসবের পোশাক,
নাচতে হবে প্রাণভরে, উৎসবের মেজাজে।

সর্দার বাঁশি বাজাচ্ছেন,
কালো মানুষেরা দুলছে ঢাকের তালে তালে,
আর শহরের চোখ উপভোগে মত্ত।

মানুষগুলো এগিয়ে চলছে,
পা উঠছে পড়ছে দেহের বাঁকের সাথে,
ঢাকের বোল পড়ছে ছন্দে ছন্দে,
আর এক আদায়কারী হাত পাতছে কাঁচুমাচু মুখে
ছোট বড় মালিকের কাছে—

গত বছর সাক্ষী ছিলাম
এই চোখজুড়ানো দৃশ্যের!

এ বছরে আরও বেশি আনন্দে আত্মহারা—
আরও নতুন কিছু কচি মুখ এসেছে এবার
বয়ে এনেছে তারা রকমারি বাহার
উৎসবের একঘেয়েমির বিষণ্ণতা দূর করতে!

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo