আর কত সইবো?

সমাজটা আজ যাচ্ছে কোথায়? ভাবছি সারা ক্ষণ,
ধর্ষিত আজ মানবতা, ধর্ষিতা মা-বোন!
কত নারী আর বিপন্ন হবে রক্তিম আর্তনাদে?
কত নারী আর ধ্বংস হবে ধর্ষণের এই ফাঁদে?
এ অনাচার বন্ধ করো, বন্ধ করো পাপ,
ভুলে যেও না পাপী, তুমিও কারো বাপ।
তনু, নুসরত, মৌমিতা আজ মরছে যারা হায়
আর কতো নাম যুক্ত হবে তাদের তালিকায়!

নারী জাতি চলবে কেন মনে নিয়ে ভয়?
স্বাধীন দেশে থাকবে তারা স্বাধীন পরিচয়।
বেঁচে থেকে সইবো কেন এমন অপমান?
স্বাধীন দেশে চলা-ফেরা এই কি প্রতিদান?
বিচার পতির কাছে সবার আকুল আবেদন
ফাঁসি ছাড়া অন্য সাজা চায় না জনগন।
মানুষ রূপী এই পশুদের বিচার কার্য দেখে,
কঠোর সাজা দেখে যেন অন্যরা সব শেখে।

You may also like