হাঁটিয়েছো কোন্ পথরেখায়

by কল্পত্তোম

ত্রিকোণ যুদ্ধক্ষেত্রে গড়িয়েছে জল
আহুতি লক্ষ লক্ষ প্রাণের
তবুও যুদ্ধ চায়
যুদ্ধই শেষ কথা তোমাদের।

দাবানল শুরু হলে তুমি পোড়ো, আমি পুড়ি
পুড়ে যায় রাত, দিকভ্রান্ত অসংখ্য প্রাণী
আধপোড়া হয়ে
পড়ে থাকে পায়ে চলা পথ
আমাদের পায়ের ছাপ।

পথ মসৃণ হলে
দিগন্তে জেগে ওঠে বজ্রগর্ভ মেঘ
বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে উপল পথে পথে।

You may also like