হে আল্লা, রহম করো

by Abu Siddik

আবু সিদ্দিক

কনকনে হাড়কাঁপানো ঠান্ডা, 
তারপরে অকাল বৃষ্টি, 
হায় আল্লা! 
তোমার কি নিষ্ঠুর খেলা।

কুটিরের চাল চালুনের ফুটো , 
ছেঁড়া লেপ মারমুখী পানির ছাটে 
হার মেনে করেছে মৃত্যুকে আলিঙ্গন।

ছেলেপুলে একে অপরকে লেপ্টেছে 
মিলনরত বিষধর সাপেদের মতো , 
ভাঙ্গা দেওয়াল ঠেসে।

হে আল্লা , রহম করো , 
সতেরো দিনে পাঁজরের হাঁড় বেরিয়েছে শত, 
বিবির মুখের দিকে চাওয়া যায় না, 
বুভুক্ষ শানিত চোখগুলি খালি ভাতের হাঁড়িতে পেরেক ঠুকছে।

পানি একটু হাল্কা , 
আকাশ ভার, 
হায় আল্লা , একি শকুনের পাল 
কেন চক্কর মারছে মাথার ’পরে?

রহম করো খোদা, 
রহম করো, 
আঠারো দিনে ভাত না পেলে, 
ফ্যান আনবো আবদালের পোষা কুকুরদের খুন করে!

You may also like