কর্মশালা

by Vinnokatha

সহিদুল ইসলাম

হাত দিয়েছো
বুকে পেটে
সম্ভ্রম অন্নে।

ঝুলি ভরেছো
দশে ও বিষে
সুখে স্বপ্নে ।

মাথায় উঠেছো
জাতে ও ধর্মে
পোড়া মর্মে ।

ভেঙে চলেছো
ভক্তি আবাস
শান্তি নিঃশ্বাস।

বেচে দিয়েছো
মাটি ও জমি
দেশের ভূমি।

বদল এনেছো
কাগজ দলিল
আমলা আইন।

কেড়ে নিয়েছো
মুখের ভাষাও
সংখ্যার দর্পে।

কিনে রেখেছো
মেধার মগজ
পন্ড মেরুদন্ড।

জাল ফেলেছো
ধর্মাধর্মের বাবা
মানুষও বোবা।

চাল চেলেছো
ভাঙন লাগে
প্রেম বন্ধনে।

বলে বেড়াচ্ছো
দেশে বিদেশে
এক বিশ্বগুরু।

মেঘে ভেসেছো
শুধু বিশ্ব ভ্রমণ
যখন আগুন।

অন্ধ সেজেছো
বোবা ও কালা
এটা কর্মশালা।

মেঘ ঐ জমছে
কষ্টের এ কান্না
এই তো শেষ না!

You may also like