মোবাইলটা খুড়োর কল
বন্ধ হলেই দেশ অচল।
অচল শুধু নয়তো দেশ
মোবাইল ছাড়া দুনিয়া শেষ।
মোবাইলে হয়না কী,
সব রয়েছে, নাইবা কী?
টর্চ রেডিয়ো রেকর্ডার
ডিকশোনারী ক্যালেন্ডার,
ঘড়ি ক্যামেরা ইত্যাদি
হরেক রকম তথ্যাদি,
দিচ্ছে সবই খুড়োর কল ;
মোবাইল ছাড়া সব অচল।
যতই দেখি অবাক হই
ফোন ছাড়া দেশ চলছে কই!
কইবো কত কলের কথা
বাড়ছে ফোনে নির্ভরতা।
ঝুলছে গাজর ছুটছে কল
টক হচ্ছে আঙুর ফল।
বুঝে গেছে কোম্পানি
জিওর মালিক আম্বানি,
ফোন বিহনে দুনিয়া ফেল
তাও বুঝেছে এয়ারটেল।
নেট দুনিয়ার নেটিজেন
দেশের যত সিটিজেন,
ফোন নাহলে গতিনাই
দাম বাড়ালেও ক্ষতি নাই।
মূল্য যতই হোক না তবে
রিচার্জ করতে বাধ্য হবে।
আম্বানিদার ছেলের বিয়ে
আম জনতার পয়সা নিয়ে
হবে বিশাল আয়োজন
রিচার্জ করো সবার ফোন।
একশো দুধে তিনশো জল
ঝুলছে গাজর ছুটছে কল।