দিস্তা দিস্তা অন্ধকার আবরণ
ভয়ংকর বন্ধুর পথ
সংকল্পকারীর নিকটে তুচ্ছাতিতুচ্ছ।
জীবন মরণ কঠিন লড়াইয়ের পরে
হিমালয়ের এভারেস্ট চূড়া
স্পর্শ করে অদম্য পবর্তারোহী।
ইংলিশ চ্যানেল জিব্রাল্টার
যারা সাতঁরে পেরিয়েছিল
ভয় জিনিষটা মনের অভিধানে ছিলই না।
অদম্য জেদ আর দুর্বার ইচ্ছা
মঙ্গলের মাটি এনে দেয় মুঠোয়
কেবল সাময়িক কষ্টকে সঙ্গী করে নিতে হয়।
শৈশবে হোঁটচ খেয়ে সাবালক যৌবন আসে
ঘাত প্রতিঘাত সয়েই জীবনের পথ চলা
দু’চোখের স্বপ্ন আশা পুরে দৃঢ় প্রত্যয়ীর।
যুব জোয়ানেরা হোক প্রত্যয়ী অধ্যবসায়ী
ভিটেমাটির সম্মান বৃদ্ধি; উচ্চ পদ প্রাপ্তি
তাদের করায়ত্ব হোক ভূ-ভারতময়।
লক্ষ্য ভেদ
previous post