বিধায়কদের বেতন বাড়লো চল্লিশ হাজার করে,
আর এদিকে লক্ষ বেকার মরছে ঘরে ঘরে!
নিয়োগ, ভাতা, এসবের ঠাঁই নিখোঁজ বিজ্ঞাপনে,
বেকারত্বের শিল্পমেলা দেশের কোণে-কোণে!
লাখো বেকারের প্রাণসূর্য ডুবছে আঁধার রাতে,
মন্ত্রীগুলোর বেতনচন্দ্র এগোয় পূর্ণিমাতে!
পাঁচ হাজার, দশ হাজার টাকার ভিক্ষার চাকরিতে
গুটি কয়েক নিয়োগ দিয়ে, সঙ্গে নিদান ফ্রিতে —
“এই টাকাতেই একটা সংসার দিব্যি চলে যায়,
স্বপ্ন দেখো বড় কিন্তু কম করো খাই-খাই।
চা, ঘুগনি, ছোলা, মুড়ি এবং চপের শিল্প —
আত্মনির্ভরতার এমন নেই কোনো বিকল্প।”
সাধারণের সংসার জীবন এতেই দারুণ চলবে,
কিন্তু তবু নিন্দুকেরা প্রশ্ন তুলে বলবে —
“কাঁড়ি কাঁড়ি টাকার বেতন যাদের থলেয় যাচ্ছে,
সঙ্গে দেশের হাড়-মজ্জাও চেটেপুটে খাচ্ছে;
তাদের বুঝি পেট ভরে না? তাই কি বেতন বাড়ে?
নাকি খেলা অন্য কিছু চলছে চুপিসাড়ে?
চোরেদের চায় পুষ্ট নাড়ি চুষতে এ দেশখানি,
তাই কি বেতন বাড়িয়ে দিল চোরের মহারানী?”