মৃত্যুঞ্জয়

মোর শৈশব ব্যস্ত তোমার জন্য
প্রতিটি শ্রমে তোমার সুখ,
সুখী গৃহকোনে লালিত তোমার খোকা,
আমার বেলা তবে কেন দুঃখ?

আমি তোমার পাশাপাশি মৃত্যুঞ্জয়।

বিদ্যে বোঝাই ভালো ছেলে খোকা,
পরম সুখে বানায় ভবিষ্যৎ।
তখন আমি ক্লান্ত দু হাত দিয়ে
গড়তে ব্যস্ত খোকার ইমারত।

আমি তোমার পাশাপাশি মৃত্যুঞ্জয়।

ব্যস্ত সদা সড়কে যানজট, আর
আঁতেল গুলোর খবর এ সময়।
নগর সুলভ সস্তা ফ্রেমে বন্দী
নিত্যদিনের জীবন সংশয়।

আমি তোমার পাশাপাশি মৃত্যুঞ্জয়।

You may also like