গদ্যময় পৃথিবীর কৃষ্ণগহ্বরে
ক্ষুধার শাসন মেনে
বাধ্য শ্রমে শেকল বন্দি হাত।
পণ্য রূপ দিতে গিয়ে
রক্ত ঘাম থেকে আলাদা হয় শরীর।
হাড় মজ্জা নিঙড়ে
জমা হয় মৃত শ্রমের পাহাড়।
সমস্ত প্রক্রিয়া জুড়ে
শ্রমের অন্তরঙ্গতা হারিয়ে
বিচ্ছিন্ন হয় সত্তা।
প্রজাতি সত্তা ভুলে
একাকিত্বের ক্ষুদ্র সীমান্তে
ঠিকানা বিহীন পথ চলা।
সৃষ্টির আনন্দ থেকে শতযোজন দূরে
সহযোগিতা বদলে যায় প্রতিযোগিতায়।
তবুও মনুষ্যত্ব গড়তে চায় সুন্দর পৃথিবী
আগামীকে রোপন করতে সৃষ্টিশীল কাজে
যেখানে শ্রম হবে মুক্ত মানবতার হাত ধরে।