খুকু ভূঞ্যা
সুতরাং কপাল থেকে হাতের নাগাল অনেকদূর
ভাগ্যরেখা রোদের সঙ্গে মেলানো সহজ নয়
নদী তার গতিতে বয়ে যায়
বাতাস নিজের খেয়ালে
শুধু আগুন—
অতএব আগুনে বসতি গড়ে ফুলের কি নাম দেওয়া যায় চন্দ্রমল্লিকা–
আগুনই আমাদের খায়, শুষে নেয় সব রঙ
আশির্বাদী ফুল বারব্রত অথবা বিশ্বাস
সবই অনুভবের অংশ
অলক্ষ্যে তিনি, কপালের আঁকিবুকি নিয়ে
পুতুল নাচ দেখে নিশিদিন
লিঙ্গে থাকে না কর্ম গৌরব
মনে কর অনেক দহন দিন শেষে সে এসেছে
কালো পায়ের ছাপ মুছিয়ে দিতে, সুন্দর আরাধ্যা–