পালা

by Vinnokatha

স্বপন কুমার ধর

সহপাঠীদের সাথে কাটানো সময়,
উদ্দীপনায় ছিল ভরা,
সহকর্মীদের সাথে কাটিয়েছি যতদিন,
ছিল কর্মের তাড়া।
এখন যখন দেখা হয় কারো,
আনন্দে মন ভরে,
অতীতের কথা ঘুরে ফিরে আসে,
স্মৃতির চারণা করে।
অবসরের পর যতদিন গেছে ,
ফ্যাকাশে হয়েছে সব,
শূণ্যতার সাথে একাকীত্ব ঘিরেছে,
করেছে নিভৃতে কলরব।

সহপাঠীরা এখন ব্যস্ত স্ব-গন্ডীতে,
ব্যতিক্রম নইও আমি,
সহকর্মীরাও খবর নেয় না,
যেন হয়েছে ‘মমি’।
অফিস এখন আমায় ডাকে না,
আমিও যাই না অফিসে,
আগেকার মত উপস্থিতির খাতাও,
জবাবদিহি চায় না কোন মতে।
চেয়ারের মালিকও বদলেছে,
বদলেছে ঘড়ি’র সময়,
আসা-যাওয়ার পালা চলে অবিরত,
পেরিয়ে সময়, অসময়।

You may also like