সাঁকো

by আতিউর রহমান

সাঁকো পাতা জলঙ্গীর একপারে
মহেশনগর ; বীরপুর আর পারে ।
তুরিত গতিতে হেঁটে চলে পথ
কতো ভাঙা-গড়া চলে পথের দুধারে !

গড়ার তাগিদে ভাঙে মসজিদ বহু পুরাতন
ভাঙন শব্দ হানেনি আঘাত মরমে কারও !
নব-পুরাতনে ভাঙা-গড়া চলে
একথা জানে ধরার প্রথম প্রহরও ।

মন্দির-মসজিদ-গীর্জা ভাঙা
গড়ার নিয়মে পড়ে না হিংস্র মৌলবাদে !
ভক্তি ভরে নাইবা নোয়ালো মাথা
তবু এ ভাঙনে অগণিত বুক ডুকরে কাঁদে !

বাবরী-বামীয়ান স্থাপত্য হনন ব্যথা
কর্ষিত আত্মা আজীবন বয়ে চলে !
আত্ম-পুরাতনে মজে যেজন শুধুই ভাঙে
জানে না সেজন হৃদ-ভাঙা কাকে বলে !

You may also like