
Vinnokatha
- Prothom Khondo
বহু বছর ধরে অগণিত মানুষের জীবন সংগ্রাম এবং সেই ভিত্তিতে চিন্তা ভাবনার ফসল বর্তমান মানব সভ্যতা। গোষ্ঠী ব্যবস্থার পরবর্তী সময়ে ব্যক্তি মালিকানা ব্যবস্থার শুরুর থেকেই মানব জাতি শোষক ও শোষিতে বিভাজিত। ধরন ভিন্ন হলেও এদেশও তার ব্যতিক্রম নয়। এদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পাই শোষক-শোষিতের বৈরী দ্বন্দ্বে এবং শাসকের আধিপত্যে শোষিত বহুজনদের সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি প্রায় রুদ্ধ। তাঁদের সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার ও চলমান জীবন সংগ্রামকে জনমানস থেকে দূরে সরিয়ে দেওয়ার নিরলস অপপ্রয়াস। জীবন-যাপন, সৃজন-সংস্কৃতির উপর শোষক-শাসকের নিরন্তর আগ্রাসন ও অবদমন। স্বাভাবিকভাবেই দেশি-বিদেশি শোষকশ্রেণী (বুর্জোয়া) নিয়ন্ত্রিত বিভিন্ন গণমাধ্যম এবং সেখানে প্রকাশিত বুদ্ধিজীবীদের তাত্ত্বিক আলোচনায় হাজার হাজার বছর ধরে নিপীড়িত বহুজনদের দৈনন্দিন জীবন সংগ্রামের দহন,পীড়ন ও যন্ত্রনা প্রতিফলিত হওয়া এবং সেই সঙ্গে তাঁদের মুক্তির পথকে প্রশস্ত করা সম্ভব না। ভদ্রবিত্তের বাইরে থাকা অগণিত খেটে-খাওয়া মানুষ–শ্রমিক, কৃষক সহ অন্যান্য মেহনতি জনতা ও অবদমিতদের জীবন সংগ্রাম ও তাঁদের সৃষ্টি, কৃষ্টিকে তাদেরই ভাষায় তুলে ধরতে ‘ভিন্নকথা’ প্রতিশ্রুতিবদ্ধ। সহজ কথায় ‘ভিন্নকথা’ শোষিত, নিপীড়িত ও প্রান্তিক মানুষদের জীবন সংগ্রামের বাস্তব জীবনচিত্র ও জীবন আলেখ্য।
- Publisher: Vinnokatha
- Language: Bengali
- Hardcover: 240 Pages
- ISBN: 978-93-342-0933-4
- Available Now!