মুহা আকমাল হোসেন
চাঁদ স্নিগ্ধতায়
ভেসে যাচ্ছি অখণ্ড বিশ্বাসের বস্তির দিকে- জীবনের চারু ঢেউ আবাদি জমিনের গন্ধম ক্ষেত।
যেখানে ক্ষেত ভরা ফসল কেটে যাচ্ছি ওজু ভেজা হাতে-
এখানে পাকা ফসলের কোনো গন্ধ নেই!
শুধু আঁটি বাঁধার মরশুমি শব্দ ওঠে
খামারের পর খামার সিয়াম সুন্দর তবু্ও –
শূন্যতার নীল ডাক দ্যায় শাওয়ালের ঈদগাহে।
এই চাঁদ নিয়ে যাচ্ছে অনন্তের শুদ্ধির দিকে!
কৃচ্ছ ফিল্টার করা জ্যোৎস্নায়
নিজেকে পোড়াচ্ছি ভিতরের খনিজ খনন করে
যত দূর অনন্তের মাঠ –
যেখানে নিবৃত্ত আরশের ছায়া!