ঘৃণা

by Vinnokatha

সহিদুল ইসলাম

ঘৃণা রক্তের ভিতর
শব্দটা নিজেই আগুন ;

কোথাও নেই ভাবান্তর।

ঘৃণা আহুতির যজ্ঞ;

ভাষণ কিম্বা সমাবেশ
মানুষেরাও নয় অজ্ঞ!

জ্বলে ছাই অবশেষ;

মানুষ কতগুলো মানুষ
জ্বরে পুড়ছে এই দেশ!

জয় অথবা জিন্দাবাদ;

হচ্ছে বাদ প্রতিবাদ
লোকে বলছে ফ্যাসীবাদ।

You may also like