কখনো সাপের মুখে পড়ে সাঁ করে নেমে যাওয়া, আবার কখনো বা মইয়ে চড়ে ওপরে উঠে যাওয়া। বড় সাপ, ছোটো সাপ, বড় মই, ছোটো মই ।বেশী বা কম, কিন্ত অবিরাম ওঠানামা। কখন যে কোনটা তার কোনো ঠিক নেই। অনেক ওপরে উঠে গিয়ে আবার নামতে হয়, আবার কখনো অপ্রত্যাশিতভাবে উঠে যাওয়া যায় উপরপানে।

এত অনিশ্চয়তা, তবুও তো লোকে খেলে সাপলুডো। আনন্দ পায় খেলে। এই সাপ আর মইয়ের খেলার এক আলাদা আকর্ষণ আছে।

আমাদের জীবনটাও খানিকটা এরকম। সাপলুডোর মত। ওঠানামার খেলা। কখনো সাপ, কখনো মই ।আমরা সবাই অজান্তেই খেলে চলেছি সাপলুডো।

You may also like