আশ্বাস

শকুনির খাদ্য আজ মানব হৃদয়
কাঁকড়ার মায়ের মতো গণতন্ত্র আজ
শিশুর কল্যাণে নয় বাঁচাতে নিজেকে সে
সন্তানের রক্ত মাংস চোষে।
আর পর্ণের পণ্য হয়ে নারী আজ
চোরাগুপ্তা পথে চুরি হয়।
পাচার হয়ে যায় সম্ভ্রম, চোখের জল, সবই..
শকুনির খাদ্য আজ মানব হৃদয়।।
উদভ্রান্ত মানুষ নিরাপত্তা খোঁজে,
বিপন্ন মানুষ আশ্রয় চায়
রাজনীতির হাঁটে বিক্রি হয়ে যায় সততা।
সতীত্ব হারিয়ে গণতন্ত্র ধ্বস্ত হয়
পথে, ঘাটে, ট্রাকে, সর্বত্র সতত।
আজ ব্যক্তির বিকাশের ধারাপথ,
গণতন্ত্রের ধারাপাত নয়
জন্ম দেয় শকুনের, শকুনির দল।
মুনাফার ফাঁদে ধ্বস্ত হয় সব।
মান, হুশ আর মানুষের দল।
মানুষের চোখের জল, হৃদয়, মনুষত্ব হায়!
চোখের জল প্রতিকার মাগে
নারীর আর্তরব প্রতিকার চায়।
বেকারের জ্বালা আজ মুক্তির পথ খোঁজে
যন্ত্রণার বক্ষভেদি মুক্তির আহ্বান শুনি
বারে বারে ফেটে পড়ে বিদ্রোহের অগ্নিকণা হয়ে।
প্রতিকার পথ খোঁজে প্রতিবাদে, রাস্তায়
ইতিহাসের পথে বলি হতে হবে জেনে
তবু ইতিহাস রচে।
স্বপ্ন লালিত পথে আন্দোলিত হয়ে ওঠে বাঁচার আশ্বাস।

You may also like