বঙ্গের মুসলমানঃ সমাজ-পীড়নের দহনবৃত্তান্ত

by Vinnokatha

বঙ্গের মুসলমান: সমাজ-পীড়নের দহনবৃত্তান্ত
আবু সিদ্দিক
গাংচিল (২০২৩)
পৃষ্ঠা ৩৬০
মূল্য ৬৫০
হার্ডকভার

পশ্চিমবঙ্গের গ্রামীণ প্রান্তিক বাঙালি মুসলমানদের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-অর্থনৈতিক পরিচয়ের অনেক ‘না বলা কথা’ নিজের মতো করে বলার চেষ্টা করেছি।তাদের মানসিক জগৎ এবং তাদের দৈনন্দিন দিন-আনা, দিন-খাওয়া জীবনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত সামাজিক, ধর্মীয়, সাহিত্য-সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মিডিয়া, ইত্যাদির বিষয় সম্পর্কে প্রায় সব ‘অনালোচিত’, ‘অকথিত’ এবং ‘নিষিদ্ধ’ কথার আলোচনা আমি করেছি।

বাংলার ‘চাষাভুষো’ মুসলমানরা বছরের পর বছর সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক বঞ্চনা সহ্য করেও   বিশেষ একটি মননের একচ্ছত্র অধিকারী।এবং তা সম্ভব হয়েছে তাদের অন্তর্নিহিত সুকুমার গুণাবলির   কারণে। এককথায়, বাংলার খেটে-খাওয়া, ‘নুন আনতে পান্তা ফুরোয়’ মুসলমানদের বহুমাত্রিক বঞ্চনার বাস্তব জীবনের ছবি তুলে ধরতে চেষ্টা করেছি। জাগ্রত বিবেক, আত্ম-বিশ্লেষণ ও আত্ম-দহন এই বইয়ের ভিত্তিভূমি।     

You may also like