পোশাক দেখে যারা মানুষ চেনে

by আসিফ হোসেন

শপথ শুভ্র হিমালয়ের,
তুমি জানো হিমালয় কী ?
নিশ্চয় তুষারাবৃত স্থলই হিমালয়।

শপথ প্রাণ বায়ুর,
যা প্রাণীকূলকে বাঁচিয়ে রাখে।
নিশ্চয় তারা মহা সৃষ্টি, অসীম নিয়ামত,
একদিন তারা ধ্বংস হবেই।

মানুষের চেহারা পোশাক দেখে যারা
মানুষ চেনে, বুদ্ধি দেখে নয়,
নিশ্চয় তারা মানবেতর, উন্নাসিক!
তারা চায় অপর মানুষ যুগে যুগে
দাস হয়ে সেলাম ঠুকুক !

স্বৈর যারা নিখুঁত ভেবে গর্ব করে,
কর্মে কখনো তারা ত্রুটিহীন নয়,
তারা সীমা লঙ্ঘনকারী জালিমের দল।

জালিম সুযোগ পায় আত্মসংশোধনের,
অহংকারে অন্ধ হলে ধুলিসাৎ একদিন।
সূর্যগ্ৰহণে চাঁদ আড়াল করে সূর্যসত্যকে,
মানুষ ভীত হয় সাময়িক,সত্যের জয় চিরন্তন।

সীমা লঙ্ঘনকারী জালিম জানেও না
শেষ ঠিকানা তার জলন্ত অগ্নি গহ্বর!

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo