পাঠের ভেতর যেতে যেতে থমকে দাঁড়ালাম
হঠাৎ। এতো আমারই কথা লিখেছে দোষ-
ত্রুটি মিলেমিশে একাকার।
আমার পছন্দ অপছন্দ ভূত কিম্বা ভবিষ্যৎ কী
করে জানলো লেখক, আমি তো বলিনি কিছু
সাত সতেরো স্বপ্ন আখ্যান।
কবি কি দার্শনিক তবে তত্ত্ব বিশারদ যা
কিছুই লেখে কারো না কারো ওলোট পালোট
জীবনের হাল হকিকত!
ব্যক্তিগত সুখ দুঃখ এতটা সর্বজনীন ভাবে
ও ভঙ্গিতে ফুটে ওঠে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে
আনুপূর্বিক।
পাঠের ভেতর যেতে যেতে আবারও থমকে দাঁড়াই
নিজেকেই দেখি আমি আশ্চর্যরকম কবির কল্পনায়
আমার ইচ্ছে অনিচ্ছে যেন হয়েছে সফলকাম।