আজ রাম হয়েছে রাষ্ট্র
দেবও হয়ে যাচ্ছে দেশ৷
মহাভেদবুদ্ধির খেলা বুদ্ধনগরে আজ,
মনোজগতে ইউরোপীয় উপনিবেশ৷
বৈদান্তিক নেতা যখন পৌরাণিক মন্ত্রবলে
তান্ত্রিক হয়, জনগণ চলে বৃন্দাবনে৷
ছুঁৎমার্গীরাও আজ শক্তিরূপে মুক্তি খোঁজে
কৃষ্ণচূড়ার ডালে ঝুলে, বানর লাঠির সনে৷
উগ্ৰ হিন্দুত্বের ধ্বজাধারীরা আজ
সংবিধান ধ্বংসে মেতেছে !
পুস্তকে আমাদের মহাসাম্যবাদ
বাইরে রামায়ণ—মহাভারতের যুদ্ধ চলছে৷
মনুবাদের গোপন প্রেমিক আজ
যেন লঙ্কার কোর্টে বিচারকারী!
আমাদের লেখক,কবি, শিল্পী সমাজ
রাষ্ট্রমঙ্গলে এঁদের পদাঙ্ক অনুসারী৷
ওয়াকিয়ানবিশ হয়ে আমি
লিখে যাবো ঘটে যাওয়া সবকিছু৷
পান্ডারা আজ ধর্মের ঝান্ডা ধরে,
বিপ্লবী আজ ছন্মবেশী, দেখায় শুধু কলা লিচু৷
কাব্য দিয়ে সভ্যতা লিখছি,
এলিট শ্রেণীর ঘাড়ে চেপে৷
রাষ্ট্রমঙ্গলের আওয়াজ তুলছি
জ্ঞানবাপী গর্ভে ধর্মের কথা মেপে৷
গণতন্ত্রের ভেক ধরেছে আজ,
হরেক রকমের নেতা সেজে৷
চারিদিকে ক্ষমতাতন্ত্রের মহাকীর্তন,
সেকুলার ধ্বজ্জাধারীর চৈতন্য হল নেচে নেচে।