আমার শহর এখন আমার স্তনের মতন
মূল কেন্দ্র নিপলস জুড়ে
শুধুই বিশাল বিশাল অট্টালিকা,
দালান বাড়ি আর মল
Tag:
শহর
-
-
ঘামে ভেজা শরীরে,
সাঁটিয়ে যাওয়া জামা, টী- সার্টে,
ভিড়ে ঠাঁসা বাসে, রাস্তাই ফুটপাতে,
সবাই তিতিবিরক্ত সবার প্রতি,
এই শহরে কেউ মুচকি হাসেনা। -
আগের শান্ত দরিদ্র শহরটায় ধনী বিলাসীর ছাপ প্রকট হয়ে উঠছে রাতারাতি।বদলে যাওয়া সুন্দরী শহরটা দামী হচ্ছে দিনকেদিন। জমির দামও আকাশছোঁয়া।আগারগাঁওতে লাগছে সরকারি ছাপ। সেই ছাপকে কেন্দ্র করেই বানিজ্যিক আবহাওয়ায় আধুনিক বৈচিত্র্যময় রুপ নিচ্ছে।