ফিরোজ আলি
১
ভালো থেকো সোনার কাঠি
ও দুচোখ পটের মত আঁকা…
আমাদের কোনো গল্প ছিলোনা
ছিলো অল্পে বেঁচে থাকা…
২
ছেলেটা আর আকাশ দেখে না
মেয়েটাও ঘর বেঁধেছে নতুন…
তারাগুলো রোজ একলা জ্বলে
চাঁদ ভিজে তার মতন…
৩
তুমি ফিরে এসো প্রেম
আঁকাবাঁকা এ সবুজ ছায়…
অসফল ছেলেটা এখনো
ফসলের গান গায়…