তিনটি অনুকবিতা

by ফিরোজ আলি

ফিরোজ আলি


ভালো থেকো সোনার কাঠি
ও দুচোখ পটের মত আঁকা…
আমাদের কোনো গল্প ছিলোনা
ছিলো অল্পে বেঁচে থাকা…

ছেলেটা আর আকাশ দেখে না
মেয়েটাও ঘর বেঁধেছে নতুন…
তারাগুলো রোজ একলা জ্বলে
চাঁদ ভিজে তার মতন…

তুমি ফিরে এসো প্রেম
আঁকাবাঁকা এ সবুজ ছায়…
অসফল ছেলেটা এখনো
ফসলের গান গায়…

You may also like