অশরীরের ব্যাধি

অশরীরী অঙ্গে অস্ত্রপচার চলে না
তবুও বিমূর্ত তরবারী কাটে তার আড়দীঘ
মরুস্তর ভেদ করে বরফশুভ্র চরিত্র;

ইতিহাসে ছায়া ফেলেছে বিস্তর লোক
তাদের অনেকেই সভ্যতার পড়শী ছিল না ।

সরকার দানা ছড়ায় বর্তমানের ভাগাড়ে
সেই সুবাদে নীতি বিকিয়ে যায় সামান্য দামে
আর অতীতের বিমর্ষ রেখা মুছে যায়
কেননা কাল বেলাওঠার বৈঠকে ভবিষ্যৎ নির্মিত হবে ।

একটা আয়েশী চিৎকারে বিগড়ে যায় সনদ
একনায়কের পদধূলির বরকতে যে নেতা
সত্য মাড়ানো তার নীতি নয়;
সহস্রাব্দের অন্ধকার ছবি বুকে দৌড়ায়
খুব নিকটবর্তী কোন শ্মশানে কিংবা কবরে ।

অবসাদ আর বিষাদের কীর্ত্তণে বাস করে
ইতিহাসের ইমারতে পা রাখবে বলে
কবিদের একটা কাফেলা লিখে চলেছে…
আদিম মানুষ থেকে হালের অসভ্য পর্যন্ত ।

অশরীরী অঙ্গের ব্যাধি ছড়িয়ে পড়ে‌ছে…
প্রতিনিয়ত জন্ম দিচ্ছে জীবন্ত মায়্যেত।

You may also like