জেমস বল্ডউইন
এবং প্রত্যেক মৃত শিশু আমার শিশু
প্রত্যেক শোকার্ত মা আমার মা
প্রতেক কান্নারত বাবা আমার বাবা
প্রতেক ধূলিসাৎ হওয়া ঘরেই আমার বেড়ে ওঠা
প্রত্যেক ভাই যে তার ভাইয়ের অস্থি নিয়ে
সীমান্ত পেরুয়, সে আমার ভাই
প্রত্যেক বোন যে অপেক্ষা করে তার বোনের
ঘরে ফেরার জন্য জেনেও যে সে আর ফিরবে
না, সে আমার বোন
এদের প্রতেকেই আমাদের লোক
যেমন ঠিক আমরা তাদেরই
আমরা তাদেরই লোক
আর তারা আমাদেরই
প্রত্যেক বোমা-বিধ্বস্ত গ্রাম আমার শহর
previous post