মৌলানা সাহেবের খোৎবা

by Abu Siddik

ঈদের নামাজ শেষে
মৌলানা সাহেব অনেকক্ষণ ধরে ঈদের তাৎপর্য বয়ান করেন।
ঈদগাহের সংকুচিত স্থান, মুসলমানদের করণীয়
– সবই থাকে তাঁর খোৎবায়।
তাঁর ধৈর্যশীল অনুসারীদের তিনি কি আদৌ চেনেন?
মৌলানা সাহেব গাজায় যান,
কাশ্মীরে যান,
উত্তর প্রদেশে যান।
তিনি জানেন না যে তাঁর মোক্তাদিরা মূলত পরিযায়ী শ্রমিক
যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে, শত লাঞ্ছনার সমুদ্র পেরিয়ে এখানে উপস্থিত হয়েছেন।
তাঁর জানা নেই কত রোগ নিঃশব্দে
তাঁর মা-বাবা, ভাই-বোনেদের বছরের পর বছর খেয়ে চলেছে।
অথবা তিনি হয়তো সবই জানেন।
কিন্তু খোৎবায় এগুলো বয়ান করা বারণ।

(অনুবাদ, রিয়াদ আজম)

You may also like