অক্ষয় কুমার বৈদ্য
মস্তিষ্কের ভেতরে একগুচ্ছ স্বপ্ন দলা পাকিয়েছে
এখন ঠিক কোনটা কোন রঙের স্বপ্ন তা আর মনে করতে পারছিনা।
জীর্ণ কোলাহল নির্বাক অশান্ত ছিন্ন স্মৃতি,
অমলিন আঘাত
নিঃসঙ্গ একাকিনী অপরাজিতার
শেষ গন্ধটুকু সারা শরীর বেয়ে ক্রমাগত ওপরে উঠে আসছে
অথচ কেউ তার উপস্থিতি টের পাচ্ছেনা।
কিছুটা দ্বিধা রং ছড়ানো। দূরে সরাতে চাইছি
কিছুতেই মোছা যাচ্ছে না। পরক্ষণেই দরদর করে ঘামতে থাকে
শরীরের পোষাক।
কলাকোশের ভিতরে ঢুকে যাচ্ছে অশান্ত বিষমোহ অবশেষ।
থামাতে চাইলে সাপের মতো পেঁচিয়ে ওঠে হিসহিস শব্দে।
অলৌকিক বিশ্বাস কলার ভেলায় ভেসে বেড়ায়।
দু’পায়ে মাটির উপর দাঁড়িয়ে থাকতে চাইলে ভারসাম্যহীনতায়
মুখ থুবড়ে পড়ি। অর্ধবৃত্তাকার নালী ছিড়ে গেছে।
তাহলে কি অটোলিথ এখন একটু ঘাবড়ে গেছে!