হাসান আজিজুল হক ও অন্যান্যরা

কেন একটা দেশ সরে যায় পায়ের তলা থেকে
মাথা চাড়া দেয় পদ্মা গঙ্গার মাঝে কাঁটাতার
করবী গাছেরা দাঁড়িয়ে বৃদ্ধ হয় চুপচাপ
পাতারা দোল খায় আত্মজার  মত
যুবকেরা গল্প শোনে পিতৃপুরুষের কাছে 
প্রৌড়া রমণীরা কাঁদে দেশান্তরী হওয়ার যন্ত্রণায় ।

শুধুমাত্র ধর্মের কারণে দেশভাগ ভূগোলের মানচিত্রে
ভাষা খাদ্যাভ্যাস পোশাক হয় না ভিন্ন বিবর্ণ
মাটির টান থেকে যায় অন্তর্লীন শিকড়ে
শবভুক শকুনেরা ওড়ে
সবুজ ঘাসে পচন ধরা কত বেওয়ারিশ  লাশ
কলাপাতা একবার বুক একবার পিঠ দেখায় ।

জীবন দেখে যে দুচোখ দিয়ে যেতে পারে আরো গভীরে
প্রতিটি মুহূর্তে চেটেপুটে নেয় বেঁচে থাকার স্বাদ আর ঘ্রাণ
প্রশ্ন ঘিরে রাখে তার চিন্তন মনন কাণ্ডজ্ঞান
কে জানে কোনজন ব্রাহ্মণ শুদ্র বা মুসলমান
আগুনপাখি ঘুরে ফিরে আসে সজাগ অনুসন্ধিৎসু আকাশে
লেখার হয় না শেষ কিন্তু দোয়াতের কালি ফুরায় ।

You may also like