মাঝে মাঝে মনখারাপ হয়।
বুকের অলিন্দে পায়চারি করে
হেমন্তের হর্ষবিষাদ।
ঋতু বদলায়, বদলায় মানুষ।
চেনা মুখের অচেনা চাহনি শুষে নেয়-
জীবনের সব আলো।
অন্ধকারে বেজে ওঠে স্বপ্নভঙ্গের বিষন্ন সানাই।
মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়।
ভাবনা আর বাস্তবতা নৈঃশব্দ্য ফেরি করে।
তারপর,শিল্পীর রংতুলি নির্বাসিত ইচ্ছেগুলো
ফুটিয়ে তুলে হলুদ ক্যানভাসে।
সব চরিত্র কাল্পনিক নয়।
কিছু মুখ বুকজুড়ে ফেরি করে
হলুদ ক্যানভাস, বিষন্ন সানাই,
নির্বাসিত কবিতার মহাকাব্যিক উপাখ্যান।