ঘরে ফেরা

অনেক চলার পথ
সব যেন মিশে যায় দিগন্তে এবার
জানি চিরভ্রান্ত, তবু মনে হয়–
এই বুঝি দেখা পাব তার

ক্রমে ক্রমে আঁধার নামে
অব্যক্ত নির্দেশ হয়ে জেগে ওঠে —
একটা আকাশ,
দূরের জাম বট
কিংবা
সুপুরি গাছের পাতার ফাঁকে জেগে ওঠা
একটি তারা
আর
মহিমময় সান্ধ্য-আজান….

সব পথ ছেড়ে –
পায়ের তলার শূন্যতা
এখন খুঁজে ফেরে
একটিমাত্র আলপথ
বাড়ি যাবে ব’লে।

You may also like