বিচারক

by আসিফ হোসেন

আলো আর আঁধারের পার্থক্য সৃজনকারি,
হে শ্রেষ্ঠ বিচারক,
তুমি তো জানো শ্রেষ্ঠ বিচার কী,
নিজের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচার
যিনি বিরুদ্ধ বাদির হাতে ছেড়ে দিতে দ্বিধাহীন
তারকারাজি যেমন দ্বিধাহীন আলো বিতরণে।

কুর্সিতে আসীন দলনেতা আজ
হিংসা, রাহাজানি, দুর্নীতিতে নির্দোষ হতে চায়,
নিজের বিচার নিজ হাতে নিয়ে,
হায় আফসোস! অতি সত্বর বিলীন হবে সব!
সূর্যের আগমনে যেমন রাত্রির অবসান

You may also like