একদিন বুঝবে তুমি, অবশ্যই বুঝবে
তোমার কথা কেউ বুঝতে পারছে না
তোমার ত্রুটি বিচ্যুতি মেনে নিচ্ছে না কেউ,
প্রত্যাশার গণ্ডি না মুছে ফেললে অনতিবিলম্বে
দুঃখ সইতে সইতে জানবে হে মূর্খ, একদিন
রক্ত ও পাতলা হতে হতে জল হয়ে যায়।
তুমি দোষ স্বীকার করলেও করজোড়ে
কেউ ক্ষমা করছে না, অভ্যাস নেই মানুষের
থিতিয়ে পড়া পলি উঠে আসছে বানের জলে
কুমির ও কখনো উঠে আসতে পারে ডাঙায়।
চাও নি দুঃখ দিতে বিশ্বাস করে না কেউ কেউ
জানবে তুমি, যদি ইতিপূর্বে না জেনে থাকো
এই ত্রিমাত্রিক জীবনে সম্পর্ক এক গভীর রহস্য,
ঘুড়ি ওড়ানোর পর কখনোই জানতে পারবে না
কখন আচমকা সুতো ছিঁড়ে গেছে ঝড়ের হওয়ায়।