মনিপুর সে অনেক দূর।
হাজার- কোটি খবরের,
পোস্টের আরও একটি।
মধুমাছির গুন- গুনানিতে,
নিজের আওয়াজ নিজেয়েই শোনা দুষ্কর।
এই কার্ড, সেই কার্ড হারিয়ে গেলে,
সাথে সাথে পেতে গেলে,
‘চা খাওয়া’র পয়সা দিতে লাগে ‘স্যার’ কে
না দিলে ছয় মাস ইন্তিজার।
“দিবনা” বলে, বাড়ি এলে,
চাচা, ইয়ার- দোস্তরা তাড়া করে।
পরের দিন আবার তাই ‘চায়ের পয়সা’ নিয়ে,
হাজির ‘জনতা’ শক্তিমান !
মনিপুর, তা সে অনেক দূর।
তবে আমার পাড়া,
আমার গঞ্জ,
মনিপুর হবে কি না হবে,
তার দুর্ভাবনা ভাবার
সময় নয় কি এখনও!
গাছের গোঁড়া কেটে,
হাজারও জল ঢেলে কি লাভ?
পরকাল, মালিক, শেষ বিচার …
রূপকথার কিসসা-কাহিনী এখন।
তাই বাস্তব , ‘বিকাশে’র হাত ধরে,
আরও নগ্ন হয়ে দাঁড়াবে দিন- কে- দিন।
মনিপুর সে অনেক দূর
previous post