প্রত্যেক বোমা-বিধ্বস্ত গ্রাম আমার শহর

by Abu Siddik

জেমস বল্ডউইন

এবং প্রত্যেক মৃত শিশু আমার শিশু
প্রত্যেক শোকার্ত মা আমার মা
প্রতেক কান্নারত বাবা আমার বাবা
প্রতেক ধূলিসাৎ হওয়া ঘরেই আমার বেড়ে ওঠা
প্রত্যেক ভাই যে তার ভাইয়ের অস্থি নিয়ে
সীমান্ত পেরুয়, সে আমার ভাই
প্রত্যেক বোন যে অপেক্ষা করে তার বোনের
ঘরে ফেরার জন্য জেনেও যে সে আর ফিরবে
না, সে আমার বোন

এদের প্রতেকেই আমাদের লোক
যেমন ঠিক আমরা তাদেরই
আমরা তাদেরই লোক
আর তারা আমাদেরই

You may also like