আজকাল

by Vinnokatha

 মোহাম্মদ হোসাইন

কঠিন কঠিন কথা
সহজ সহজ কথাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে
আবার, সহজ সহজ মানুষগুলো কঠিন কঠিন মানুষের খপ্পরে পড়ে যাচ্ছে…!

বেচারা লোভ, ক্রান্তি খুঁজে নিচ্ছে মাংসের দোকান
ইঁদুরগুলো আরও ইঁদুর হয়ে ওঠছে

অযথা, জটিল করে তুলছে সহজ সম্পর্ক
সহজ ভাববোধ, শময়িতা…!

যতটা সহজ মানাত, আর যতটা সহজ ছিলে তুমি

ভালোবাসা যতটা ছিল আর ছিল সহজ সামাজিকতা
যতটা মানাত যতটা মানায় সবই ছিল
পাতাবাহারের দিকে তাকালে কিংবা
নীলিমা ও নীলাচল, দেখে নিতে পারতাম যেন অনন্য পারাবত

অথচ, চারদিকে আজ অহেতু জঞ্জাল অহেতু গুঞ্জন
সহজ স্বপ্নগুলো সহজ সত্যগুলো মুছে যাচ্ছে

পাথর হয়ে যাচ্ছে আরও পাথর
কঠিন আরও আরও  কঠিন…!

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo