মোহাম্মদ হোসাইন
কঠিন কঠিন কথা
সহজ সহজ কথাকে ভেঙে গুড়িয়ে দিচ্ছে
আবার, সহজ সহজ মানুষগুলো কঠিন কঠিন মানুষের খপ্পরে পড়ে যাচ্ছে…!
বেচারা লোভ, ক্রান্তি খুঁজে নিচ্ছে মাংসের দোকান
ইঁদুরগুলো আরও ইঁদুর হয়ে ওঠছে
অযথা, জটিল করে তুলছে সহজ সম্পর্ক
সহজ ভাববোধ, শময়িতা…!
যতটা সহজ মানাত, আর যতটা সহজ ছিলে তুমি
ভালোবাসা যতটা ছিল আর ছিল সহজ সামাজিকতা
যতটা মানাত যতটা মানায় সবই ছিল
পাতাবাহারের দিকে তাকালে কিংবা
নীলিমা ও নীলাচল, দেখে নিতে পারতাম যেন অনন্য পারাবত
অথচ, চারদিকে আজ অহেতু জঞ্জাল অহেতু গুঞ্জন
সহজ স্বপ্নগুলো সহজ সত্যগুলো মুছে যাচ্ছে
পাথর হয়ে যাচ্ছে আরও পাথর
কঠিন আরও আরও কঠিন…!