নামকরা চিত্রশিল্পী বিপ্রতীপ ধর রাষ্ট্রপতি পুরস্কার ফিরিয়ে দেওয়ায় চারদিকে হইচই পড়ে গেছে। মিডিয়া তাঁর ওপর প্রায় ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু তিনি মুখে কুলুপ এঁটে বসে রয়েছেন। রাগ, বিরক্তি অভিমান, অনুযোগ, কিছুই প্রকাশ করছেন না বিখ্যাত বিমূর্ত (অ্যাবস্ট্রাক্ট) চিত্রকর বিপ্রতীপ।
মাস তিনেক আগে ছবিঘর আর্ট গ্যালারিতে তাঁর একটি একক প্রদর্শনী হয়। সেখানেই ‘Raining’ শিরোনামে তাঁর বেশ কয়েকটি অয়েল পেন্টিংয়ের সিরিজ সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়োয়। কিন্তু প্রদর্শনীটি শুরু হওয়ার একদিন আগেই খুব জরুরি প্রয়োজনে তাঁকে দেশের বাইরে চলে যেতে হয়। ফিরে এসে দেখেন, তাঁকে নিয়ে চিত্র-সমালোচকরা মাতামাতি শুরু করে দিয়েছেন। এর কিছুদিন বাদেই ওই বিশেষ সিরিজের ছবিগুলোর জন্য তাঁর রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্তির ঘোষণা।
চিত্র-সমালোচকরা প্রায় সকলেই বিপ্রতীপের আঁকা ছবিগুলো নিয়ে উচ্ছ্বসিত। তাঁদের বক্তব্য, শিল্পী প্রায় প্রত্যেকটি ছবিতেই বৃষ্টিকে এক অনন্য দৃষ্টিকোণ থেকে দেখেছেন। উপর থেকে নীচ, বৃষ্টির এই চেনা অভিমুখকে শিল্পী তাঁর ক্যানভাসে ধরেননি। তিনি অন্যভাবে অন্য কথা বলতে চেয়েছেন। কিন্তু রাষ্ট্রপতির পুরস্কার তিনি ফেরালেন কেন, সেটা কিছুতেই স্পষ্ট হচ্ছে না।
মিডিয়ার প্রচণ্ড চাপে অবশেষে বিপ্রতীপ নিজের প্রাসাদোপম বাড়িতেই প্রেস কনফারেন্স ডাকলেন। সেখানেই ফাঁস করলেন রহস্যটা। বললেন, ছবিঘর আর্ট গ্যালারির প্রদর্শনীতে তাঁর ‘Raining’ সিরিজের সবকটা ছবিই উল্টো করে টাঙানো হয়েছিল। সমালোচকরা তাই নিয়েই বোকার মতো লাফালাফি করায় তিনি যারপরনাই বিরক্ত। এর জেরেই ফিরিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার।
সাংবাদিকরা তখন পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করছেন। হাসবেন না কাঁদবেন, বুঝে উঠতে পারছেন না।