একুশ মানে আমি বুঝি
ব্যাকুল চিত্তে কাক ভোরে ওঠা,
আরও একবার নাঙ্গা পায়ে
বাহান্নর মিছিলে হাঁটা!
একুশ মানে আমি বুঝি
ভাগের পরেও হতভাগা থাকা,
মাতৃহারা শিশুর মতো
মা-আ মা-আ বলে ডাকা!
একুশ মানে ধর্ম তো নয়
ভাষার জন্য লড়া,
ঘাড়ের ‘পরে মাথা রেখে
বাঁচার জন্য মরা।
একুশ মানে আমি বুঝি
রবি ঠাকুরের গীতাঞ্জলির ভাষা,
একুশ মানে এক চোখে জল
আর এক চোখে হাসা।
একুশ মানে আমি বুঝি
জীবনানন্দের বাংলার মুখ দেখা,
মরে যাবার পরেও আবার
সেই মাটিতে ফিরতে শেখা!
একুশ আজকে আন্তজার্তিক
আমার মায়ের ভাষা,
একুশ আমার, তোমারও তাই
দৃঢ় হোক ভালোবাসা।