মন খারাপের মধ্যেই এত রোদ উঠেছে
সেই আশায় স্বপ্ন দেখেছে পেয়ে ভরা বীজ
মাটির পিড়ে, জৈব বাড়ির মালিক
একখন্ড আঙিনায় দাঁড়িয়ে হায় তোলে
তখন‌ও গমগমে পিঁপড়ের ব্যস্ত সংসার
তথাপিও শুকোয়নি একটা দানাও।

সৌরজগতের সৌষ্ঠবে কুঁড়ের মালিকানা
প্রাসাদের বাসিন্দারা নিদ্রামগ্ন হয়ে আছে
নানা হিসাবের মাঝে অবশিষ্ট এই ছোট্ট বীজ
মাটির গহ্বরে শায়িত প্রসূতি
হাওয়া পানি আর রোদ মেখে ঘুমায়
এর মাঝেই ঘটে কত জীবন-মরণ খেলা

তারপর ঘটে এক নিঃশব্দ বিপ্লব
প্রসব বেদনা নেই রক্তপাত নেই
শুধু উলঙ্গ হয়ে বেরিয়ে আসে হাসিমুখ
ঠিক তখনই ভোর হয় কুঁড়ের মালিকের
স্বপ্নের সঙ্গম মিলিত হয় দিনের চড়া রোদে।

You may also like