গোপন অভিসার

by আতিউর রহমান

ফাগুন দুয়ারে দাঁড়িয়ে, নানান ফুল হাতে
প্রেম ভালোবাসা বিনিময় হবে আজ বেশ !
অগণিত মনপোড়া গন্ধে মাতোয়ারা অন্তর
বাসন্তিক ফুল খেলতে ভুলেই যায় শেষমেষ !

আঁধার মেঘ দেখে যখন ঘরপোড়া অশান্ত মন
আসন্ন বজ্র শঙ্কায় দিবানিশি পথ খুঁজে ফেরে,
আত্মজন ছেড়ে তোমার অবৈধ গোপন অভিসার
দেখে জেনেছি তখন, লড়তে হবে অক্ষরে অক্ষরে !

কায়েমী গোপন বোঝাপড়ায় অসহায় মা কাঁদবে
আর কতো, অবিশ্বাসের খাঁড়ায় চৌচির ভাই ভাই !
তোমাদের গোপন পিরীতি প্রকাশ্যে আসবে কবে ?
মিথ্যে মিথ্যে যুদ্ধ অভিনয়,আশু বন্ধ হওয়া চাই ।

তোমার তীক্ষ্ণ বুদ্ধি ও তীব্র তরবারি কালিতে
ফুটবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের হাল ?
নষ্ট ভ্রষ্ট পথ ছেড়ে, মানুষের মঙ্গল পথ ধরো,
মর্জিমাফিক হিসেবি সুর ও স্বর আর কতকাল ?

গোপন আঁতাতে লাথ খেয়েই যাবো বারবার ?
গৈরিক ঝঞ্ঝা বাতাসে হাহুতাশ,ছারখার জীবনে
তোমার বাঁকা দাঁতের হাসি, বলে দেয় নানা উত্তর !
সমুখে দাঁড়াও এসে,অবৈধ প্রেম কেনইবা গোপনে?

You may also like