গুচ্ছ কবিতা 

by তৈমুর খান

তৈমুর খান

  ১।কাল্পনিক

সবকিছুই কাল্পনিক। আমিও একটি কাল্পনিক চরিত্র।

কল্পনার সঙ্গে আমার বিবাহ হয়েছে

অবাস্তব আমার সন্তান

আমার সমূহ ঘরদোর ঝিকিমিকি

কথাবার্তা আলো-অন্ধকার

 

ধর্মরা ব্যবসা করে, মানুষ ঠকায়।

এখানে কোথাও সত্যরা থাকে না

   

২। মাটির মানুষ

কোন্ নক্ষত্রের কী নাম দেওয়া যায়?

 নাম কি সঠিক পরিচয়?

 চলো, নাম পাল্টে নিই,

                        অথবা নামহীন হই

 চলো, গোত্র পাল্টে নিই,

                        অথবা গোত্রহীন হই।

 আমাদের পরিচয় নেই,

                          অথবা মাটির পরিচয়;

 মাটির মানুষ শুধু, মাটি লিখে যাই।

    

৩। বিচ্ছিন্নতা

প্রসন্নতা আজও আসবে না!

 মরচেধরা বিবেকেরা চাবুক হাতে দাঁড়িয়ে আছে

 সমুদ্র ফেনার মতো জমছে হতাশা

আমার ভঙ্গুর দিন দৈব-নিশিতে ডুবে যায়।

 তীরে এসে জুটেছে সম্পর্কিত বিশ্বাসের ছায়া

   

৪।শয্যা জুড়ে নগ্ন চাঁদ

প্রগলভ মাংসল প্রেমে ছুটছে সবাই

ইশারা পেয়েছে ওরা, রাত্রিযাপনের চাবি দিয়েছে ওদের 

সব দরজা খুলে গেলে ওদের শয্যা জুড়ে নগ্ন চাঁদ

 

 বাইরে অনুজ্জ্বল শুধু প্রেমের কাহিনি

 মৈথুনের ঘ্রাণে ডুবে যাবে দেশ

 প্রদীপ জ্বালাবে মৃত্যুর পর।

 

৫ বাজনা 

কৃষি ব্যবস্থা ভালো নয় 

তবু এমাটিতে বাজনা লেগে আছে 

হৃদয় ছেঁকে গান তোলো 

 

চলো ছায়া কুড়িয়ে আনি 

বৃক্ষছায়া কেঁদে উঠছে 

স্মৃতিরা মলিন বৃক্ষ 

ছায়া তার নিগূঢ় কাহিনি 

 

পাখি ওড়ে নিসর্গের দিকে 

সমস্ত বিস্ময় চিহ্নে আকাশ ঝাঁপায় 

নূপুর হারানো রাস্তায় আবছা আঁধার 

এখনও খুঁজে যাই প্রতিধ্বনিকে

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo