নির্ভয়ারা ঘরে ফেরেনি

উইলিয়াম সাজিদ সুলতান

কবি বলে গেছেন—‘সব পাখি ঘরে আসে’।
কই, নির্ভয়া তো আসেনি!
শেষদিন ‘আসছি’ বলে বেরিয়ে গেলো—
পাখিদের মতোই, ডানায় রৌদ্র মেখে চেয়েছিল
বাতাস কেটে বহু উঁচুতে গা ভাসাতে,
পৃথিবীর লাল-নীল-সবুজ-সোনালী সব রঙে নিজেকে মাখাতে।
কিছুক্ষনেরই তো জন্য—!

বুলবুলিদের মতো সে তো কারো ধান খায় নি।
বৃষ্টি হয়ে কোনো ফটক ভেদ তো সে করেনি।

তাহলে, কেন এলোনা?

পৈশাচিক বোবা বধির অন্ধকারে তার শরীর পড়ে থাকে—
দুই পায়ের মাঝখানে আমেচার কোনো শিল্পী
যেন লাল রঙের কৌটো গড়িয়ে দিয়েছে—
অরণ্যের কুয়াশার মতো চোখে সে যেন তখনও চেয়েছিলো—
দর্শকদের ভিড়ের প্রতি সেই চোখ আহত পাখির সুরে বলেছিল—
‘আমি তো ‘মোনালিসা’ নয়—
ফ্রেমে বন্দি হতে চাইনি তো কখনো!’

কবি, সব পাখি ঘরে ফিরলেও
নির্ভয়ারা তো ফেরেনি!

You may also like