প্রায় মানুষের মত

উৎপলেন্দু দাস

কিছু মানুষ ও তার চারপাশে পোষা যন্ত্রমানুষ
খেলা করে সুখে মানুষের মত
আহা অবিকল মানুষের মত
বুঝবে না, বোধহীন চেতনাহীন তারা একদম
প্রায় মানুষের মত তাদের রকম সকম।

বুঝবেনা তারা, বুঝতে যেওনা তাদের
যান্ত্রিক কলকাঠি জানে ভিতরের কথা
নিতান্তই ক্রীতদাস তারা কাণ্ডজ্ঞান বিরহিত
সদাই বকম বকম
আহা মানুষের মত একদম।

ধেয়ে যায় দ্রুতগতি ঘোড়ার পিঠে লুণ্ঠনকারী
রোমান সাম্রাজ্য থেকে আজকের পথে
অন্ধ রাজা, মন্ত্রী কিংবা অস্ত্রধারী কোতোয়াল
মস্তিষ্ক জন্মাবধি গুরুতর জখম
আদিম মানুষের মত একদম।

মোমের পুতুল তারা স্ফীতবক্ষ অহংকারে
মঞ্চে দৃপ্ত উপস্থিতি হাঁক ডাক বিসদৃশ অশালীন
বিদুষক মানুষ, দুর্বলের কালান্তক যম
যেমন দেখে অভ্যস্ত আমরা, সে রকম।

হাসি কখনো ছবি আঁকে না তাদের গম্ভীর মুখে
রামগরুড়ের ছানা বেচারারা, ফ্যান বিতরণ করে সাড়ম্বরে
ময়ূর পুচ্ছধারী কাক যত, ফোলানো পেখম
আহা, প্রায় মানুষের মত একদম।

You may also like

Vinnokatha
Prothom Khondo
Price: Rs.260/-
www.vinnokatha.in
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে। সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
মেহনতি মানুষের মুক্তি নিশ্চয়ই একদিন আসবে।সব ধরণের শোষণ শেষ হবে একদিন--এ স্বপ্ন আমরা দেখি। শুধু দেখি না, একে বাস্তবে কার্যকর করতে 'ভিন্নকথা' তার সাধ্যমত প্রয়াস চালিয়ে যাবে। মানুষকে সঙ্গে নিয়ে, মানুষের চেতনার লক্ষ্যে, মুক্তির লক্ষ্যে।
Vinnokatha
Prothom Khondo