তৃতীয় বিশ্বের দুঃখ

by Vinnokatha

অশোক বিশ্বাস

তৃতীয় বিশ্বের দুঃখ বুঝতে চেয়েছিল
কয়েকটি ফুলগাছ

এখন জৈষ্ঠ্যের খরতাপ
পুষ্পোদ্যান এখন বিরানভূমি; ফুলগুলো
বাতাসে ভাসছে; উড়ছে পেঁজা তুলোর মতো

পৃথিবীর দুঃখ বুঝতে চেয়েছিল
কয়েকটি বৃক্ষ
তার ছায়ার কদর বুঝতে না পেরে
আমরা শিকড় কেটে দিয়েছি গোপনে
নির্বিচারে
বৃক্ষগুলো আগুনে ঝলসে ইতিহাস হয়ে গেছে

ফুলহীন তৃতীয় বিশ্বে এখন
ভ্রমরের দেখা নেই; ফুলহীন
মাঠের সৌন্দর্য চুরি গেছে পুঁজিবাদের খপ্পরে

তৃতীয় বিশ্বের নিঃশ্বাস ভারী হয়ে আছে;
বৃক্ষহীন বিরানভূমি এখন কাঁদে

কেননা, পৃথিবী এখন ভূগছে অক্সিজেন সংকটে
তীব্র শীতে ভবিষ্যৎ পালিয়ে বেড়াচ্ছে

তৃতীয় বিশ্বের ভবিষ্যৎ জ্যোতিষশাস্ত্রের ছকেই
লুকিয়ে রইলো
গভীর গর্তের মধ্যে শীতনিদ্রায় কাটে সময়
অজানা রইলো আগামীর দিন।

You may also like