প্রসব বেদনা নেই রক্তপাত নেই
শুধু উলঙ্গ হয়ে বেরিয়ে আসে হাসিমুখ
ঠিক তখনই ভোর হয় কুঁড়ের মালিকের
Tag:
আশা
-
-
জীবন মৃত্যুতে পৌঁছানোর আগে,
নতুন বাতাসে শ্বাস ছেড়ে,
নব আশা বুকে বেঁধে
শুভকাজে প্রতিরোজ
লেগে থাকা তাই চাই
-
লিঙ্গে থাকে না কর্ম গৌরব
মনে কর অনেক দহন দিন শেষে সে এসেছে
কালো পায়ের ছাপ মুছিয়ে দিতে, সুন্দর আরাধ্যা–