চালসা

by Abu Siddik

দেখিনি দু’বার চালসার সেই অপূর্ব দৃশ্য
যেখানে এক আদিবাসী মায়ের
মাসখানেকের শিশু, এক হাটে,
দুগ্ধ পান করার জন্য উন্মত্ত,
আর কালো নির্জীব মা
শণিত চোখে
হাজার ভ্রমণ পিপাসুর ক্ষুধা মেটায়
অবলীলায় বোতাম খুলে দিয়ে,
আর যেখানে সোনা রোদ
হাজার গাছের ঘন সবুজ পাতায়
ঠিকরে পড়ে, আর থাকে চুম্বনরত
দিনান্তে পাখিদের বাসায় ফেরার পানে চেয়ে,
যেখানে চাপাতা ঝিলিক দেয় দিন দুপুরে,
যেখানে সব রাত অচেনা গন্ধে মাতাল,
আর হাজার মৃত, মুমূর্ষু নদী
ধর্ষিত দিনে রাতে
সভ্য মানু্ষের অসভ্যতায়!
আর যেখানে জংলী জানোয়ারও
আতঙ্কিত অত্যাধুনিক দু -পায়ার
অপার বিনোদনের সীমাহীন আশে!

You may also like