গণতন্ত্র নিপাত যাক

by দেবাশিস দাস

গণতন্ত্র নিপাত যাক ! অবসন্ন ক্যাকটাস
বলেছিল হেসে, বলেছিল আরও সত্য কথা,
যা শুনলে রক্তারক্তি হয়ে যাবে একদিন।
তাই হোক, গণতন্ত্র নিপাত যাক!

ভয় নেই আশ্বাস নেই লুকোবার
মায়ের বুকের ঘামে বারুদের গন্ধ মিশে আছে,
মিছিল হচ্ছে হোক, তোমরা ও আমরা
গণতন্ত্রের ধ্বজা ধরে এগাবোনা আর,
তোমরা সবাই এসো মিছিলের উল্টো দিকে,
চেয়ে দেখো, মায়ের চোখের নীচে ছানি নয়,
পাঁক জমে আছে,
পদ্ম ফোটাবে একদিন?

অসময় বলে কিছু নেই,
মায়ের বুকের ঘ্রাণে, প্রেয়সীর ঠোঁটে ঠোঁট রাখো,
দেখবে বিষন্ন ছায়া, অব্যক্ত বিদ্রোহের সুর
গর্জে ওঠে, মিলনের শেষ রাতে মৃত্যুর চেয়ে
ঢের বেশি আলিঙ্গনে বেঁধে নাও বুক, তারপর—
একসাথে গর্জে উঠো—
‘গণতন্ত্র নিপাত যাক’
যাবে একদিন!

You may also like