আদি মানব রক্তে লেখা কাম ইন্দ্রিয়ের কবিতা
এই ভাষাগুলোকেই লোকে ভালোবাসা বলে,
ভালোবাসা নিংড়ানো রসে হাবুডুবু খায় কামগন্ধ
ব্যাকরণ, নির্বোধ অমাবস্যায় উপোস করে সূর্য
হৃদয় খুঁড়ে তুলে আনে সর্বনাশ,
প্রেমের সমুদ্র উথাল পাথাল হলে মানুষ বোকা
বনে যায়, হারিয়ে ফ্যালে ঠিকানা
উত্তাল সমুদ্রে হাবুডুবু খায় পুনর্জন্ম,
বিষন্নছাতার তলে ঢুকে পড়ে কাম আর আর্তনাদ ।
নির্বোধ
previous post