আতিউর রহমান
তোমার রহস্য মৃত্যুর গল্প শুনতে শুনতে
আস্ত জাতিই আজ মৃত্যুমুখে,
তাইহোকু বিমান বন্দর কিংবা
রেনকোজির ছাই ভস্ম,
ভস্মে ঘি ঢেলেছে কৌশলী নেতৃত্বের
আত্মকায়েমী সত্য গোপনে !
ইতিহাসের পাতা তোমায়
কবেই শেষ করেছে জানি,
তোমার অন্তরালের সুযোগে
ধূর্ত বেনিয়ার ভবিষ্যৎ লাভের অঙ্ক
আর আত্মকায়েমের হিসাব মেলাতে ,
ধর্মের জাঁতাকলে দু-টুকরো দেশ ৷
তোমার জন্মের একযুগ আগে
বেইমানির রক্তস্রোতে ডুবেছিল
যে দিবাকর, জাতির জীবনে প্রভাতি রূপ দিতে
তোমার প্রেমাবেগে আত্মত্যাগ,
বুদ্ধিমত্তা, পৌরুষদীপ্তি
মাদল বাজায় অস্তিত্বে ৷
সপ্ত দশক অতিক্রান্ত দেশে
রাজা আসে রাজা যায়
রহস্য গল্পের তবু শেষ নেই,
তৃষিত চাতক মন আমরণ অপেক্ষায় !
নেতৃত্বের সংকটে বিদীর্ণ দেশ !
তোমাকে পাবার আশায়
হন্যে হয়ে খুঁজেছি কত
গোরস্থান- মহাশ্মশান ৷
বোধের গভীরে আজও খুঁজে ফিরি
মায়ের বুক ফাটা আর্তনাদে
কোটি কোটি মানুষের ভিড়ে ৷